আসসালামু-আলাইকুম প্রিয় Online Demand Pro মেম্বারস। আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুন সুখবর। আর সেই সুখবরটা হচ্ছে আপনাদের ল্যাপটপ ও স্মার্ট ফোন জেতার সুযোগ। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে চাই কেন প্রতিষ্ঠিত হয়েছে এই Online Demand Pro। Online Demand Pro এর মূল উদ্দেশ্য হল- দ্বীপজেলা ভোলবাসীকে Digital Marketing তথা Online Income এর একটি সহজ ও আধুনিক উপায় অবলম্বন করে স্মার্ট পদ্ধতিতে ইনকামের সুব্যবস্থা নিশ্চিত করা। শিক্ষিত বেকার ও করোনা মহামারীর এই দূর্যোগে আমাদের ঘরে বসেই ইনকামের এক অভিনব উপায় হচ্ছে Digital Marketing। আর এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে Online Demand Pro।
কন্টেস্টে অংশগ্রহণে আপনার বেনিফিট
- কন্টেস্টে অংশগ্রহণকারী প্রত্যেকে পাচ্ছেন পুরো Digital Marketing এর একটি টোট্যাল Course।
- পুরো কন্টেস্টে থাকবে Digital Marketing Course উপর ভিডিও। যা থেকে আপনি Digital Marketing এর টোট্যাল Concept আয়ত্ব করতে পারবেন।
- আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে প্রাইজ। প্রত্যেক মাসে ৩ জন করে বিজয়ী নির্বাচন করা হবে। আর প্রত্যেক বিজয়ী পাবে একটি করে স্মার্ট ফোন। মানে ৩ মাসে ৯ টি স্মার্টফোন।
- আর ৩ মাসের ৩ টা কন্টেস্টে যে ৩ বারই ফাস্ট হবে তার জন্য থাকছে একটি ল্যাপ্টপ।
কন্টেস্টে অংশগ্রহন করার নিয়ম
কন্টেস্টে যারা অংশগ্রহন করবে তাদের প্রত্যেককে Online Demand Pro গ্রুপে একজন করে মেম্বার এড করতে হবে। আর প্রত্যেক মেম্বার এড এর জন্য পাবে ২ পয়েন্ট করে।
কন্টেস্ট যেভাবে চলবে
- এই কন্টেস্ট চলবে ৩ মাস ধরে। এই ৩ মাসে আপনাদের জন্য থাকবে Digital Marketing এর উপর অনেকগুলো ভিডিও।
- টোট্যাল এই ১ মাসের ভিডিও থেকে আপনাদের জন্য থাকবে ২০ টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে ১ পয়েন্ট করে।
- প্রত্যেক মাসের ভিডিওতে থাকবে ২০ টি প্রশ্ন। মানে ২০ পয়েন্ট। ৩ মাসে মোট ৬০ পয়েন্ট।
- কনটেস্টে বিজয়ী নির্বাচন করা হবে পয়েন্ট বিবেচনা করে।
?বিঃদ্রঃ- এখানে আরেকটি সুযোগ আছে পয়েন্ট বাড়ানোর তা হল- প্রত্যেক মেম্বার এড এর জন্য থাকবে ২ পয়েন্ট করে।যার যত মেম্বার এড তার তত বেশি পয়েন্ট।
খুব সুন্দর একটি কনটেস্টের আয়োজন করলেন স্যার। আশা করি সবাই ভালোভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।